ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছেঃ উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত: ১৯:০৩, ১ এপ্রিল ২০২৫

এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছেঃ উপদেষ্টা মাহফুজ

ছবিঃ সংগৃহীত

বলপূর্বক গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ সমাবেশে উপস্থিত হয়ে উপদেষ্টা মাহফুজ বলেন যে, এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, ভারত হাসিনা ও তার অনুগত সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিচ্ছে। শোনা যাচ্ছে, প্রায় লাখের মত আওয়ামী লীগ কর্মী ভারতে আশ্রয় নিয়েছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৫ বছর ধরে চলমান আন্দোলনে আমরা লক্ষ করেছি যে, প্রায় ১৫০০-২০০০ মানুষ গুমের শিকার হয়েছেন, ৩,০০০-৪,০০০ মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং প্রায় ২,০০০ শিক্ষার্থী শহীদ হয়েছেন। প্রতিবেশী রাষ্ট্র যদি এই শহীদদের মর্যাদা না দেয়, তবে তা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ আজ গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু; এটি কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি মাফিয়া গোষ্ঠী। এই মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিলেন শেখ হাসিনা, যিনি তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণের ওপর দমন-নিপীড়ন চালিয়েছেন।”

তিনি দাবি করেন, “আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করতে চাই। আমাদের হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার পরিবার, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, মোদি-বিরোধী আন্দোলনসহ বিভিন্ন দমন-নিপীড়নের শিকার পরিবারগুলোর উচিত ঐক্যবদ্ধ থাকা। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব—এটাই আমাদের প্রতিশ্রুতি।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1391279838989111&rdid=PMINpISUJDtBrt6u

ইমরান

আরো পড়ুন  

×