ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ১৫:৩২, ১ এপ্রিল ২০২৫

গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: বেগম খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

সবাই মিলে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

ঈদের দিন রাত ৯ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি। ঈদের পর দেশে ফিরে সবার পাশে থাকার কথাও জানান বিএনপি চেয়ারপার্সন। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপি চেয়ারপার্সন বলেন, "আমদের হয়তো দেরি হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু ইনশাআল্লাহ আমরা জানি আমরা পারবো। দেশে বহু লোক আছে, বহু দল আছে, বহুজন আছে যারা সবসময় বিএনপিকে হিংসা করতো। ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে জয় করবো, দেশবাসীর মনকে জয় করবো। সুস্থ হয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি সেটাই আমার লক্ষ্য"।

সূত্র: https://www.facebook.com/share/p/1Bk6Q2YB3j/

মায়মুনা

আরো পড়ুন  

×