ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাম প্রগতিশীল রাজনীতি যারা করে তারাই ভালো: ফজলুর রহমান

প্রকাশিত: ১৩:১৬, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২১, ১ এপ্রিল ২০২৫

বাম প্রগতিশীল রাজনীতি যারা করে তারাই ভালো: ফজলুর রহমান

ছবি : সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তাঁর রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বিশেষভাবে মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী সময়ের ছাত্র রাজনীতি, বাম-প্রগতিশীল ধারার প্রতি তাঁর আকর্ষণ এবং জাসদ নেতা আসম আব্দুর রব (মান্না ভাই)-এর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন। ফজলুর রহমান বলেন, "বাম-প্রগতিশীল রাজনীতি যারা করে, তারাই ভালো। আমি ছাত্রলীগ করলেও আমার অবস্থান ছিল বামধারার র‍্যাডিক্যাল পজিশনে, কারণ আমি সিরাজুল আলম খানের শিষ্য ছিলাম।"  

 

 

ফজলুর রহমান তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে মান্না ভাইয়ের নাম উল্লেখ করেন। তিনি বলেন, "মান্না ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা একজন প্রতিভাবান নেতা ছিলেন। তাঁর অসাধারণ বক্তৃতার গুণে তিনি দ্রুত ছাত্র রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। জাসদ গঠনের পর তাঁকে দলের জেনারেল সেক্রেটারি করা হলে আমি তাঁকে আরও কাছ থেকে জানার সুযোগ পাই।" ফজলুর রহমান আরও যোগ করেন, "আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল গভীর। এমনকি ছাত্রলীগ ও জাসদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময়ও আমরা একে অপরকে রক্ষা করেছি। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে দুই দলের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ শুরু হলে মান্না ভাই ও আমি সামনে এগিয়ে গিয়ে কর্মীদের হাত ধরে থামিয়েছিলাম।"  

 

 

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে ফজলুর রহমান বলেন, "৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর ৮ মার্চ সকালেই শাহজাহান সিরাজের নির্দেশে আমি কিশোরগঞ্জে চলে যাই এবং সেখানে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৬ নম্বর ইকবাল হলের সেই রুমটি ছিল আমাদের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, যেখানে সিরাজুল আলম খান নিয়মিত আসতেন এবং গোপনে পরিকল্পনা করতেন।" তিনি ছাত্র রাজনীতির সেই উত্তাল দিনগুলোর কথা স্মরণ করে বলেন, "সে সময় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমরা ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেছি।"  

 

 

শেষে ফজলুর রহমান মান্না ভাইয়ের প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধা প্রকাশ করে বলেন, "মান্না ভাই আমার বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ একজন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও আমাদের মধ্যেকার সম্মান ও স্নেহ আজও অটুট।" তাঁর এই সাক্ষাৎকার থেকে উঠে আসে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার অকপট স্বীকারোক্তি, যিনি রাজনীতির ময়দানে মতপার্থক্য সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্ককে ঊর্ধ্বে রাখতে পেরেছেন।

সূত্র:https://youtu.be/GtV7fp_ZOLU?si=DbZ0GwLHoprGPSin

আঁখি

×