
ছবিঃ সংগৃহীত
মহান আল্লাহর নৈকট্য পেতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক, জর্জিয়া, ক্যালিফোর্নিয়াসহ প্রায় সিংহভাগ অঙ্গরাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য রাষ্ট্রের মুসলিম নাগরিকরা।
মুসলিম উম্মাহ'র বহু প্রতিক্ষিত এই আনন্দের দিনটি ঈদ জামাতের মধ্য দিয়ে শুরু হয় রবিবার (৩০ মার্চ)। সকল জল্পনা-কল্পনা আর বেড়াজাল-ভেদাভেদ মুক্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে এবার-ই প্রথম চাঁদ দেখার ঐক্যমতে সিদ্ধান্তনুযায়ী একইদিনে মুসলিম সম্প্রদায়ের নারী-পুরুষরা মিশিগান রাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করায় দেখা দিয়েছে এক ব্যতিক্রমী চিত্র ও আনন্দের জোয়ার।
মিশিগানের বায়তুল মামু'র, বায়তুল মোকারম, মসজিদ দারুল উলুম, মসজিদ আল-ফালাহ সহ সব গুলো মসজিদে কয়েক দফায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
উইন্টার সিজন হওয়া স্বত্বেও কোন রকম ঠান্ডাবিহীন এক রকম চমৎকার আবহাওয়ার মাঝে প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষ স্ব স্ব মসজিদ গুলোতে ঈদের জামাত আদায়ের জন্য নিদিষ্ট সময়ানুযায়ী জমায়েত হতে থাকেন। প্রতিটি মসজিদ ছিল মুসল্লী উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়।
প্রবাস জীবনে ছড়িয়ে থাকা কর্মক্লান্ত মুসলিম নাগরিকরা এভাবেই মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে তাদের ঈদ উদযাপন করে এক রকম স্বস্থিবোধ করেছেন। শুধু তা-ই নয়, ঈদের এই দিনটিতে সাপ্তাহিক ছুটি থাকায় কর্মস্থলের কর্মী মসলিম নারী-পুরুষরা এবার ঈদ উদযাপনে স্বস্থিতে শুধু নামাজ আদায় নয় বরং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাসা-বাড়ীতে বেড়াতে যান। এছাড়া অনেকেই স্ব-পরিবারে বিভিন্ন দর্শণীয় স্থানে উপস্থিত হয়ে ছবি তুলে তা তাৎক্ষণিক স্ব স্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে বেশ তৃপ্তি অনুভব করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশী অধ্যুষিত রাজ্য গুলোতে এবারের ঈদে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখার কামনা করে মসজিদ গুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইমরান