ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অচিরেই পূর্ণতা পাবে : মির্জা ফখরুল

প্রকাশিত: ২৩:৩০, ৩১ মার্চ ২০২৫

বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অচিরেই পূর্ণতা পাবে : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

গুম, খুন, নির্যাতন, হামলা ও মামলার মোকাবিলা করেই বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অচিরেই পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে।

মির্জা ফখরুল আরও বলেন, "বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুব শিগগির দেশে ফিরবেন।"

তিনি বলেন, "বিগত ১৫ বছর ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত রয়েছে। আমরা আশা করি, সেই সংগ্রাম সফল হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/PfkysfAWtao?si=SzNX1Ji5bBGKLqAX

এম.কে.

×