
ছবি : সংগৃহীত
প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম ঈদুল ফিতর উপলক্ষে স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগময় একটি পোস্ট লিখেছেন। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের জন্য তার গভীর ভালোবাসা ও আশার কথা ব্যক্ত করেছেন।
ফাহাম তার পোস্টে লিখেন, "তারাবির নামাজের সময় দুনিয়ার সব চিন্তা মাথায় ঘুরপাক খায়। গত বছর কোনো এক তারাবির সময় জীবনে প্রথমবারের মতো মনে হয়েছিল, হয়তো আর কখনো দেশে ফিরতে পারবো না। দেশে আর ঈদ নাও করতে পারি। আগে সব সময় ভাবতাম, 'এই তো কিছুদিন পর দেশে যাবো।' কিন্তু গত বছরই প্রথম মনে হলো, হয়তো আর ফিরতে পারবো না।"
তিনি জানান, এরপর দুইবার দেশে গেলেও ২১ বছর ধরে তিনি বাংলাদেশে রোজার ঈদ পালন করতে পারেননি। তবে এখন তার মধ্যে আশা জেগেছে একদিন আবার দেশে গিয়ে ঈদ উদযাপন করতে পারবেন।
ফাহাম আব্দুস সালাম বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, "আল্লাহর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই যে, আপনারা এখন একটি ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদ পালন করতে পারছেন।" তিনি দেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি বাংলাদেশের তরুণদের কাছে ঋণী।"
তিনি তার পোস্টে দেশপ্রেমের একটি গভীর দর্শন তুলে ধরে লিখেন, "দেশ ভূগোলের না মাথার বিষয়, সেটা ঘৃণার কাছে না দিয়ে ভালোবাসার কাছে বর্গা দিয়েন।"
শেষে তিনি সবাইকে আশাবাদী হতে উৎসাহিত করে বলেন, "আল্লাহ আমাদের আশা করতে শেখান। আপনারা আমাকে মনে রাখবেন—একদিন হয়তো আপনাদের সাথেই ঈদ করতে পারবো।"
আঁখি