ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ উপহার: আবু সাদিক

প্রকাশিত: ১৩:১৮, ৩১ মার্চ ২০২৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ উপহার: আবু সাদিক

ছবি : সংগৃহীত


ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, "ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ উপহার।"

 

এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্বৈরাচারবিরোধী সংগ্রামের প্রতি ইঙ্গিত করেছেন। কায়েম বিশেষভাবে স্মরণ করেছেন সেই সব সংগ্রামী মানুষদের, যাদের আত্মত্যাগের ফলে একটি মুক্ত ময়দান পাওয়া সম্ভব হয়েছে। তিনি তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেছেন।

 

তাঁর বার্তায় জাতীয় ঐক্য ও সম্প্রীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। "পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আমাদের ঈদ আরো রঙিন হয়ে উঠুক" - এই কথার মাধ্যমে তিনি সমাজের সকল স্তরে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি এই ঈদের আনন্দকে সামনে এগিয়ে যাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি হিসেবে কাজে লাগানোরও ডাক দিয়েছেন। এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা গত জুলাই-আগস্ট মাসের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাথে সম্পর্কিত বলে মনে করছেন, যেখানে ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন সক্রিয় ভূমিকা রেখেছিল।  

 

 

সাদিক কায়েম বার্তাটির শেষাংশে তিনি বলেছেন, "শক্তি সঞ্চার করুক এগিয়ে যাওয়ার আর প্রতিরোধের" - যা থেকে বোঝা যায়, তিনি বর্তমান রাজনৈতিক সংকটে সংগ্রামী চেতনা বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। 

আঁখি

আরো পড়ুন  

×