
ছবি : সংগৃহীত
সোমবার (৩১ মার্চ) ঈদের প্রথম জামাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক সংকট ও জুলাই-আগস্টের রক্তঝরা আন্দোলনের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ডা. শফিকুর রহমান বলেন, "স্বস্তির ঈদেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের মায়েদের চোখে অশ্রু ঝরছে, এতিম সন্তানরা কাঁদছে, ভাই-বোনেরা বেদনায় মুহ্যমান। যারা জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু এই হত্যাকাণ্ডের দায়বদ্ধতা থেকে রাষ্ট্রকে মুক্ত থাকার সুযোগ নেই।"
তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজের প্রত্যাশা করে বলেন, "আমরা এমন বাংলাদেশ চাই যেখানে রক্তের হোলি খেলা হবে না, মানুষের জীবন তুচ্ছ করা হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমমর্যাদায় বসবাস করবে। এজন্য কোরআনের আইনই একমাত্র সমাধান।" তিনি আরও যোগ করেন, "দখলবাজ-চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে আমাদের কোনো আপস নেই এমনকি এ কথা যদি আমার বিপক্ষেও যায় তবু বলব। সত্য কথা বলা ছাড়া আমাদের বিকল্প নেই।"
জামায়াত নেতা বর্তমান পরিস্থিতিকে "ফ্যাসিবাদের কবল" আখ্যা দিয়ে বলেন, "জনগণ আর দুর্বৃত্তায়ন চায় না। গণঅভ্যুত্থানই প্রমাণ করেছে, মানুষ বৈষম্যহীন রাষ্ট্র চায়।" ঈদের নামাজের আগে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
গত জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারগুলোর মর্মান্তিক ঈদ নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ডা. শফিকুরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
আঁখি