ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গণঅভ্যুত্থানটা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, বিএনপির ব্যানারে না: তাজনূভা জাবীন

প্রকাশিত: ০২:২৭, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ০২:৩২, ৩১ মার্চ ২০২৫

গণঅভ্যুত্থানটা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, বিএনপির ব্যানারে না: তাজনূভা জাবীন

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টকশোতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন এবং জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মধ্যে আলোচনা ও যুক্তিতর্কের পর, জুলাই গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা উঠে আসে।


এই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, বিএনপির ব্যানারে নয়,বলেছেন তাজনূভা জাবীন। তিনি আরও বলেন, "বিএনপির প্রত্যেকটা নেতার বক্তব্য কিন্তু অন এয়ারে আছে। জনাব রিজভী থেকে শুরু করে সবাই বলেছেন যে এটাতে তাদের কোন সম্পৃক্ততা নাই। তারা ছাত্রদের দিকে তাকিয়েছেন। এই নাম না জানা কয়েকটা ছাত্রের ডাকেই পুরো দেশ এক হয়ে গেছে।"


টকশোতে শহিদুল ইসলাম বাবুলকে উদ্দেশ্য করে তাজনূভা জাবীন বলেন, “এটা আপনি মানেন বা না মানেন, এর থেকে বড় সত্য বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে আর কিছু নাই। আপনারা যদি শহীদদের কথা বলেন, তবে তো আমরা তা অস্বীকার করছি না।”


এতে ক্ষোভ প্রকাশ করে শহিদুল ইসলাম বাবুল বলেন, “আবার যদি বলছেন, এইটা হল আওয়ামী লীগের ক্যারেক্টার। আমরা একাই করেছি! এই আন্দোলনের দ্বিতীয় শহীদ আমার পদধারী নেতা চট্টগ্রামের অসীম। আপনি অস্বীকার করছেন। এটা হলো আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী চরিত্রের কথা বলতো, তাদের মধ্যে সেই চরিত্র ইতিমধ্যে চলে গেছে।”


উত্তরে তাজনূভা জাবীন বলেন, “আপনাদের শহীদের বিচার তো আপনাদের সবার আগে চাওয়া উচিত। আবু সাঈদের কথা আমরা কিন্তু পরপর বলি।”
তাজনূভা জাবীন আরও বলেন, “আপনারা যদি শহীদের বিচার না চেয়ে, সেই বিষয়টির উপর দাঁড়িয়ে নির্বাচন চান, তাহলে ভারতীয় আধিপত্যের কথা বললে, আপনাদের ভুলে গেলে চলবে না যে, ভারত নানা ষড়যন্ত্র করেছে।”


তিনি বলেন, “আপনি শুরুতে প্রণব মুখার্জীর কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন কিভাবে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় এনেছে। এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে, ভারতকে আবার তুষ্ট করার জন্য এবং তাদের প্রেসক্রিপশনে আপনারা নতুন সমীকরণ রচনা করছেন, এটা কিন্তু জনগণ কখনোই ভুলে যাবে না।”


তাজনূভা জাবীন শহিদুল ইসলামকে বলেন, “অবশ্যই আপনি বড় রাজনৈতিক দল। এটা অনির্বাচিত সরকার। আপনাদের নির্বাচনে গিয়ে সংবিধান করবেন, বিচার করবেন, সবকিছু করবেন। তবে ভুলে যাবেন না, জনগণকে বাদ দিয়ে পরবর্তীতে যেই ক্ষমতায় আসবে, তাদের জন্য কিন্তু এই জুলাই-আগস্টের ঘটনা একসময় শুধরে উঠতে হবে।”


তিনি বলেন, “এটা ভুলবেন না, যে সাত মাস পার হয়েছে, এখনো রক্তের দাগ শুকায়নি। অনেকেই এখনো হাসপাতাল বা পুনর্বাসন কেন্দ্র থেকে বাসায় ফিরে যায়নি।”
“তাহলে, যদি এই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন চান, শহীদ যেই হোক—এই দেশের শহীদ। সেটা ছাত্রদের শহীদ হোক, বিএনপির শহীদ হোক, জামাতের শহীদ হোক—শহীদদের বিচার নাচেয়ে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের সাথে এবং শহীদদের সাথে বেইমানি করা হবে”-বলেন তাজনূভা জাবীন।

 


সূত্র: https://tinyurl.com/2cb39dad

আফরোজা

×