ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

যেই মাঠে বিএনপি খেলতে চাচ্ছে, সেই মাঠ আ. লীগের জন্য তৈরি করা: সারোয়ার

প্রকাশিত: ০০:৫২, ৩১ মার্চ ২০২৫

যেই মাঠে বিএনপি খেলতে চাচ্ছে, সেই মাঠ আ. লীগের জন্য তৈরি করা: সারোয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টকশোতে নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "যে মাঠে বিএনপি খেলতে চাচ্ছে, সেই মাঠ এবং এই খেলার নিয়ম বিএনপির জন্য তৈরি করা হয়নি। এটি আওয়ামী লীগের জন্য তৈরি করা।"

সারোয়ার তুষার আরও বলেন, "বিএনপিকে একটি আরও গণতান্ত্রিক মাঠ তৈরি করতে হবে এবং সেই নিয়ম তৈরির ক্ষেত্রে তাদের নেতৃত্ব দিতে হবে। আমরা সেই প্রক্রিয়ায় থাকব। কিন্তু বিএনপি তা করেনি। এখন দেখা যাচ্ছে, বিএনপি কেবল আওয়ামী লীগের বিকল্প হতে চাইছে।"

তিনি দাবি করেন, দিল্লির সঙ্গে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে যে আলোচনা চলছে, সেটি যদি সত্য হয়, তবে এটি প্রমাণ করে যে, "গত ২০ বছর ধরে দিল্লি বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে, কিন্তু তারা কিছুই শেখেনি।"

সারোয়ার তুষার বলেন, "ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে নজর দিলে বোঝা যায়, ভারতের মিডিয়ায় প্রতিদিনই বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। ৭ জানুয়ারির নির্বাচনের আগেও ভারত বলেছিল যে, তারা বাংলাদেশে নির্বাচন চায় না। কেন? তখন তো বিএনপি আন্দোলনে ছিল, আমরাও যুগপৎ আন্দোলনে ছিলাম। কিন্তু ভারত তখন বলেছিল, যদি নির্বাচন হয়, তবে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতায় আসবে।"

তিনি আরও বলেন, "ভারত আগে বিএনপি-জামাতকে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট বলেই প্রচার করত। অথচ এখন ভারতের সেনাবাহিনীর প্রধান বলছেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। সাত মাসের ব্যবধানে তাদের অবস্থান পাল্টে গেল কেন? এখন ভারত বিএনপির ভাষাতেই কথা বলছে, বা বলা যায়, বিএনপিও ভারতের ভাষায় কথা বলছে।"

সারোয়ার তুষার বলেন, বিএনপির কিছু বক্তব্য এবং পলাতক রাজনৈতিক ব্যক্তিদের দেওয়া ফেসবুক স্ট্যাটাস একসঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায়, তারা প্রায় একই ভাষায় কথা বলছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি বিএনপি। কিন্তু তারা যদি দ্রুত ক্ষমতায় যাওয়ার আশায় আবারও কোনো চক্রান্তে জড়ায়, তবে এটি তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে।"

তিনি আরও বলেন, "আমরা কখনো বলিনি যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে না বা নির্বাচন মানেই গণতন্ত্র। আমরা শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করেছি। কিন্তু বাংলাদেশে নির্বাচিত সরকারগুলোর মধ্যে অনেকে স্বৈরাচারী আচরণ করেছে।"

সারোয়ার তুষার মনে করেন, বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ এবং ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায়, বিএনপি বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, "১৯৯১ থেকে ১৯৯৬ সালে বিএনপি প্রথমবার ক্ষমতায় এসেই নির্বাচনকে বিতর্কিত করেছে। এরপর ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলও বিতর্কিত ছিল। অতীতের সরকারগুলো পারফেক্ট গণতন্ত্র দিতে পারেনি, তবে বিএনপিও তাদের ব্যর্থতার জন্য দায়ী।"

বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে প্রশ্ন তুলেন সারোয়ার তুষার। তিনি বলেন, "বিএনপির ৩১ দফার মধ্যে ৭০ অনুচ্ছেদ সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তারা শুধু বলছে, ক্ষমতায় গেলে এটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কিন্তু এর অর্থ কী? এর মানে হচ্ছে, তারা এটিকে পরিবর্তন করতে চায় না। তাহলে তাদের সংসদ সদস্যদের স্বাধীনভাবে কথা বলার সুযোগও থাকবে না।"

সূত্র:https://tinyurl.com/5n7m4vby

আফরোজা

×