ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

জুলাই বিপ্লবের শহীদ আসাদুল্লাহ এর বাসায় জামায়াত আমির

প্রকাশিত: ২২:৫৭, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫৯, ৩০ মার্চ ২০২৫

জুলাই বিপ্লবের শহীদ আসাদুল্লাহ এর বাসায় জামায়াত আমির

২৪ এর গণঅভ্যুথানে শহীদ আসাদুল্লাহ এর উত্তরখানের বাসায় রবিবার ( ৩০ মার্চ) সন্ধ্যায় তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।


আমীরে জামায়াত শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি শহীদ আসাদুল্লাহ এর স্ত্রীর সাথে কথা বলেন। শহীদ আসাদুল্লাহ এর সন্তানকে কোলে তুলে পরম স্নেহ-মমতায় আদর করেন। পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ আসাদুল্লাহর রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন আমীরে জামায়াত ।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা।


Source: Jamaat Shibir Media Cell

আফরোজা

×