
কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক বলেছেন, "এদেশের মানুষের কল্যাণে অতীতে যেভাবে দায়িত্ব পালন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ঠিক সেভাবেই ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে জনকল্যাণে ভূমিকা রাখবেন তারেক রহমান।"
তিনি রবিবার (৩০ মার্চ) মধ্যনগর উপজেলা স্টেডিয়ামে মধ্যনগর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হায়াত। এসময় আরও বক্তব্য রাখেন মধ্যনগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন তালুকদার, শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল জলিল, যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হুদা, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাহিদ আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ।
নুসরাত