ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ২২:২৫, ৩০ মার্চ ২০২৫

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

ছবি: সংগৃহীত।

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (৩০ মার্চ) রাতে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তালেব শেখ স্থানীয় মৃত ইন্তাজ শেখের ছেলে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিন ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ নিয়ে যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি লষ্কর ও শেখ পরিবারের মধ্যে রূপ নেয় সংঘর্ষে। এতে তালেব শেখ নিহত হন এবং বিল্লাল শেখ, আকরাম, জিন্নাত ও রাজিব গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, "সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

নুসরাত

×