ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মোবাইল সিম মবিলিটির পরিসংখ্যান অনুযায়ী

ঈদে ঢাকা ছাড়লেন ৪১ লাখ মানুষ!

প্রকাশিত: ২০:৩৫, ৩০ মার্চ ২০২৫

ঈদে ঢাকা ছাড়লেন ৪১ লাখ মানুষ!

মোবাইল সিম মবিলিটির পরিসংখ্যান অনুযায়ী, গত দুই দিনে (২৮ ও ২৯ এপ্রিল) প্রায় ৪১ লাখ মানুষ ঢাকা ত্যাগ করেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) গ্রামীণফোনের ২১ লাখ সাবস্ক্রাইবার ঢাকা পৌঁছালেও, প্রায় ৮ লাখ ১৬ হাজার গ্রাহক ঢাকা ছেড়ে গেছেন। একই দিনে রবির এক লাখ ২০ হাজার সাবস্ক্রাইবার ঢাকায় প্রবেশ করলেও, ঢাকা ছেড়েছেন ৪ লাখ ৪৭ হাজার মানুষ। বাংলালিংকের ২ লাখ ১২ হাজার গ্রাহক ঢাকায় পৌঁছালেও, ৫ লাখ ৩৮ হাজার মানুষ ঢাকা ত্যাগ করেছেন। টেলিটকের ৬৮ হাজার ৬০০ সাবস্ক্রাইবার ঢাকায় প্রবেশ করলেও, ৯৭ হাজার ২০০ সাবস্ক্রাইবার ঢাকা ছেড়েছেন।

এদিনে, মোট ৬ লাখ ২৩ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন, এবং ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (২৯ এপ্রিল) গ্রামীণফোনের ১ লাখ ৯৩ হাজার সাবস্ক্রাইবার ঢাকায় ঢুকেছে, এবং ৯ লাখ ১৮ হাজার গ্রাহক ঢাকা ছেড়েছেন। বাংলালিংকের ২ লাখ ১০ হাজার গ্রাহক ঢাকায় পৌঁছালেও, ৬ লাখ ৪০ হাজার লোক ঢাকা ত্যাগ করেছেন। রবির ১ লাখ ১৮ হাজার গ্রাহক ঢাকা ছেড়েছেন, ঢাকায় পৌঁছেছেন ৫ লাখ ৬ হাজার সাবস্ক্রাইবার। টেলিটকের ৬৫ হাজার ৮০০ সাবস্ক্রাইবার ঢাকা ছেড়েছেন, ঢাকায় প্রবেশ করেছেন ৯১ হাজার ৪০০ সাবস্ক্রাইবার। 

এদিনে, মোট ৫ লাখ ৪৫ হাজার ৪০০ মানুষ ঢাকায় প্রবেশ করেছেন, এবং ১৬ লাখ ৮০ হাজার ৮০০ মানুষ ঢাকা ছেড়েছেন।

আফরোজা

আরো পড়ুন  

×