
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাইয়ে পৌর যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসানের কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মী ও তার সমর্থকরা।
রোববার (৩০ মার্চ) দুপুরে মীরসরাই পৌরসদরে অনুষ্ঠিত হয়েছে এ আনন্দ মিছিল।
মহাসড়কে আনন্দ মিছিল শেষে বনফুলের সম্মুখে এক পথসভায় বক্তব্য রাখেন মীরসরাই পৌর যুবদলের সাবেক সভাপতি রবিউল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, নাহিদ হোসেন, বাবুল হোসেন, নিজাম উদ্দিন সুমন, ঈসমাইল হোসেন, জাহেদ হোসেন মুন্না, মাঈন উদ্দিন সোহেল, হাসান, শ্রমিকদল নেতা খান সাব প্রমুখ নেতাকর্মী।
পথসভায় বক্তাগণ বলেন, বিএনপির নেতাকর্মীগণ বিগত ১৭ বছর বাড়িঘরে থাকতে পারে নাই, ফ্যাসিষ্ট সরকার বিদায়ের পর এখন যেন আবারো বিএনপির নেতাকর্মীদের ষড়যন্ত্র এবং প্রতিকূলতার সম্মুখীন হতে না হয়। এছাড়া, বক্তারা সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত মীরসরাইয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
কারামুক্ত কামরুল তার বক্তব্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতার প্রত্যাশা রেখে অন্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রাকিব