ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে

সোহাইল আহ‌মেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবা‌ড়িয়া

প্রকাশিত: ১৮:০০, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৮:০০, ৩০ মার্চ ২০২৫

বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে

ছবি: সংগৃহীত

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে, তবেই দেশবাসী সত্যিকারের জনগণের সরকার ফিরে পাবে। আমাদের সংগ্রাম শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। তাই প্রত্যেক নেতাকর্মীকে সাহসিকতার সঙ্গে রাজপথে থাকতে হবে এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

র‌বিবার (৩০ মার্চ) বি‌কে‌লে বাঞ্ছারামপুর সরকা‌রি ক‌লে‌জ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক মান্নান ভি‌পির সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সা‌বেক সংসদ সদস‌্য ও জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য এম এ খা‌লেক পিএস‌সি।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার সা‌বেক বিএন‌পির সভাপ‌তি হা‌ফিজুর রহমান ক‌চি মোল্লা, ‌জেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক জ‌হিরুল হক খোকন, জেলা বিএন‌পির সাবেক সহসভাপ‌তি এড‌ভো‌কেট স‌ফিকুল ইসলাম, জেলা বিএন‌পির সাবেক যুগ্ম সম্পাদক এড‌ভো‌কেট আনিসুল ইসলাম মনজ্জু, জেলা বিএন‌পির সাবেক যুগ্ম সম্পাদক এবিএম ম‌মিনুল হক, জেলা বিএন‌পির সাবেক কোষাধ‌্যক্ষ মোঃ জ‌সিম উদ্দিন রিপন, জেলা বিএন‌পির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হো‌সেন চপল, জেলা বিএন‌পির সাবেক অর্থ‌নৈ‌তিক বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, জেলা বিএন‌পির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জ‌হিরুল ইসলাম চৌধুরী (লিটন) , জেলা বিএন‌পির সা‌বেক যুব‌বিষয়ক সম্পাদক মোঃ ম‌নির হো‌সেন।

আরও উপ‌স্থিত আছেন উপ‌জেলা সেচ্ছাসেবক দ‌লের আহ্বায়ক ওমর ফারুক, যুবদ‌লের সদস‌্য স‌চিব জিসান সরকার, যুবদ‌লের সা‌বেক আহ্বায়ক ইব্রা‌হিম, পৌর যুবদ‌লের আহ্বায়ক ইমান আলী, পৌর সেচ্ছা‌সেবকদ‌লের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক জা‌হিদুল ইসলাম ফাহাদ প্রমুখ।

আবীর

×