
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহকে সর্বদা বিভিন্ন রাজনৈতিক বা সাম্প্রতিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায়। এবার তিনি মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা সালমান এফ রহমানকে নিয়ে।
সাইয়েদ আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সালমান এফ রহমানের পুরানো একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, 'হে সফেদ দরবেশ বাবা, কেমন চলছে তোমার দিনকাল? একদিকে সে দেশের অর্থনীতির সর্বনাশ করে দিতো, অন্যদিকে গিয়ে প্রচার চালাইতো একদম কাবার ইমামের ঠিক পাশে গিয়ে সে ইবাদত বন্দেগিতে মশগুল থাকে! পুরো দেশটার সর্বনাশ করে দেওয়ার জন্য তোমার জন্য গত রমজানে ফরিয়াদ জানিয়েছিলাম, এই রমজানের আগেই দেশের জনগণ সবাইমিলে এবার তোমার নিজের সর্বনাশ করে দিয়েছে!'
মুমু