ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

এনসিপি তো অর্ধেক অর্ধেক রাজনীতি করতে পারে না: ফারজানা পুতুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১১:৫৪, ৩০ মার্চ ২০২৫

এনসিপি তো অর্ধেক অর্ধেক রাজনীতি করতে পারে না: ফারজানা পুতুল

নতুন রাজনৈতিক দলের রাজনীতির ধরণকে কিছুটা অনভিজ্ঞ ও অপরিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য অ্যাড. ফারজানা শারমিন পুতুল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ মন্তব্য করেন তিনি। 

ফারজানা পুতুল বলেন,‘এনসিপি প্রত্যেক সেক্টর থেকে মানুষ নিয়ে এসে এই দলটি গঠন করেছে। সব ধরণের মানুষই লাগে একটা দলের ভেতরে। কারণ শাসন করতে হয়, আদরও করতে হয়। সেই জায়গাগুলো সমবয়সী দিয়ে হয় না।’

নতুন দলের রাজনীতি সম্পর্কে তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদ নির্বাচন করে আপনি কি কি সংস্কার করতে চান, আপনি কি একবারও সেটা বলেছেন। আপনি কি কোনো পলিসি এখনও পর্যন্ত দিয়েছেন। আপনি তো রাজনীতি অর্ধেক অর্ধেক করতে পারেন না। রাজনীতির নিজস্ব একটা গতিবিধি আছে। রাজনীতির নিজস্ব একটা সংগা আছে। আপনি তো সেই সংগার বাইরে যেয়ে রাজনীতি করতে পারবেন না। আপনি জনগণের কাছে যেয়ে সমস্যা খুজছেন। খুবই ভালো। কিন্তু সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাও তো জনগনজে জানাতে হবে।’

নতুন দলের সাথে অগ্রজ রাজনৈতিক দল বিএনপি'র রাজনীতির ধরণকে তুলনা করে তিনি বলেন, ‘বিএনপি সব সময় চায় যে ভিন্নমত টা থাকুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সেটাই চাইতেন। যে ভয়েস টা প্রোডাক্টিভ কিছু নিয়ে আসবে সেই ভয়েসটা আমাদের দরকার। শুধু তর্কের খাতিরে তর্ক করে দেশের কোনো উন্নতি আমরা করবো না।’ 

মুমু

×