ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগের মাস্তানি বন্ধ হলেও ষড়যন্ত্র এখনো চলছে: জয়নুল আবেদীন

প্রকাশিত: ০৭:৩৯, ৩০ মার্চ ২০২৫

আওয়ামী লীগের মাস্তানি বন্ধ হলেও ষড়যন্ত্র এখনো চলছে: জয়নুল আবেদীন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের মাস্তানি বন্ধ হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। এখনো নতুন কিছু দল গঠিত হয়ে আমাদের বিরুদ্ধাচরণ করছে। গাজীরহাট ইফতার মাহফিল আয়োজনে জনাব জয়নুল আবেদীন এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশে যারা অন্যায় অবিচার করেছে, যারা কলঙ্ক করেছিল, স্বাধীনতার ৫৪ বছর পরেও যারা স্বাধীনতার দাবিদার ছিল, যারা বাংলাদেশকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিল তারা আজকে নাই।

যারা ১৬ বছর যাবৎ বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে, জেলে দিয়েছে তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখন যদি তাদের নেতাকর্মীদের জেলে দেওয়া হয় তাহলে এই দায় বিএনপির নয়। তাদের স্বভাবই এর পেছনে দায়ী।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের লুটের কারণে, আপনাদের দুর্নীতির কারণে, আপনাদের অবাঞ্ছিত কর্মের কারণে আজকে আপনাদেরকে জেলে যেতে হবে। আজকে যান আর কালকে যান, জেলে আপনাদের যেতেই হবে।

তিনি বলেন, আমার যেসব নেতা-কর্মীরা গাজীরহাট বাজারে মিছিল করার সাহস করেছেন, শেখ হাসিনা বিরোধী কথা বলার সাহস করেছেন তারাই প্রকৃত বিএনপি, নতুন বিএনপি বিএনপি না।

সূত্র: https://www.facebook.com/share/v/1fs2SRZUo9/

মায়মুনা

×