ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

শেখ হাসিনাসহ বিদেশে পলাতক আসামিদের ধরার জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৬, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৪১, ৩০ মার্চ ২০২৫

শেখ হাসিনাসহ বিদেশে পলাতক আসামিদের ধরার জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

যেকোনো অপরাধই হোক বাংলাদেশ সেই বিচার করতে সক্ষম। ট্রাইব্যুনাল স্পেশালি গুম, গণহত্যা, যুদ্ধাপরাধের বিচার করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের আইনে, বাংলাদেশের ডমেস্টিক ট্রাইব্যুনালে এর বিচার হবে। 

এখানে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে?

এ প্রশ্নের জবাবে বাংলাদেশের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জনকণ্ঠকে জানান, ‘জাতিসংঘ একটা সহযোগিতা করেছে যে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ব্যাপারে তারা নিজেদের মত তদন্ত করে একটি তদন্ত প্রতিবেদন দিয়েছেন। যেটা আমাদের বিচার কাজে সাহায্য করছে। এক্ষেত্রে তারা আমাদের ইনভেস্টিগেটর, প্রসিকিউটরদের প্রশিক্ষণের ব্যাপারে সহযোগিতা করছে। এভাবে সহযোগিতা অব্যাহত আছে।’ 

তাজুল ইসলাম বলেন, ‘দেশের বাইরে বিচারের ব্যাপারে আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ বাংলাদেশে যেখানে অভ্যন্তরীণ বিচার সম্ভব সেখানে বাইরের কোনো আদালতে যাওয়ার প্রয়োজন বাংলাদেশের নেই।’ 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দুর্বৃত্ত বলে বিষয় না। আমাদের কথা হচ্ছে যারা মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত, যাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা আমাদের কাছে আসামি। তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের সাহায্য চেয়েছি। প্রথমে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে চেয়েছি। বাকি পরবর্তী সময়ে যারা বিদেশে পলাতক আছে বলে মনে হচ্ছে তাদের ব্যাপারে ক্রমান্বয়ে আমরা ইন্টারপোলের কাছে এই জিনিসগুলো পাঠাচ্ছি। যাতে করে তাদের গ্রেপ্তার করে আই আদালতের আওতায় আনা যায়।’

মুমু

×