ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

“তোমাদের সাহসিকতার স্বীকৃতি প্রাপ্য” — জুলাই কন্যাদের উদ্দেশে মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫:১৮, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০৫:১৯, ৩০ মার্চ ২০২৫

“তোমাদের সাহসিকতার স্বীকৃতি প্রাপ্য” — জুলাই কন্যাদের উদ্দেশে মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার অর্জন করায় ‘জুলাই কন্যাদের’ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সাহসিকতা, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অটল অঙ্গীকারের জন্য এই স্বীকৃতি তাদের প্রাপ্য।

তিনি লেখেন, "এখনও মনে পড়ে, কিভাবে দেশের জন্য তোমরা হাজার হাজার মানুষ হাতে হাত রেখে রাস্তায় নেমেছিলে। তোমাদের এই অর্জনে আমরা গর্বিত।"

নারীদের প্রতি সম্মান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "আমি জানি, দেশের জন্য কাজ করার সময় নারীরা কী পরিণতির সম্মুখীন হন। এটি সহজ পথ নয়। আমাদের বোন, কন্যা, স্ত্রী ও মায়েরা কীভাবে বেঁচে ছিলেন, যখন পরিবারের পুরুষরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তা আমি দেখেছি।"

নিজের দুই মেয়ের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল লেখেন, "তোমরা আমাকে আমার মেয়েদের কথা মনে করিয়ে দাও। আমি তোমাদের জন্যও তেমন দোয়া করি, যেমন আমার নিজ সন্তানদের জন্য করি। তোমরা আমাদের যেকোনো কাজে, হোক তা বাড়িতে কিংবা দেশের জন্য, আমাদের অংশীদার।"

তিনি আরও বলেন, "তোমরা অত্যন্ত প্রতিভাবান, যোগ্য ও সাহসী। আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব। তোমাদের জন্য অনেক সম্মান, ভালোবাসা ও দোয়া।"

উল্লেখ্য, ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার (International Women of Courage Award) ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী অসামান্য সাহসিকতা ও নেতৃত্ব প্রদর্শনকারী নারীদের স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করে আসছে। 

সূত্র: https://www.facebook.com/share/15J4Z4uipz/

আসিফ

×