
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, দেশের মানুষের আশা, ভরসা ও আশ্রয়ের জায়গা হচ্ছে বিএনপি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকীর আয়োজনে দোয়া, ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ এ কথা বলেন।
নায়াব ইউসুফ বলেন, দেশের মাটি থেকে বিএনপিকে বারবার সরানোর ষড়যন্ত্র হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কেউ সেটা পারেনি। মানুষের ভালোর জন্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আবারো ক্ষমতায় আনতে হবে। এখন যে সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
ইমরান