ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

যাদেরকে গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি, তারা এখন বড় বড় কথা বলছে: সামান্তা

প্রকাশিত: ০২:৩৩, ৩০ মার্চ ২০২৫

যাদেরকে গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি, তারা এখন বড় বড় কথা বলছে: সামান্তা

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুরো কৃতিত্ব নেয়ার জন্য কিছু পক্ষ নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। যাদেরকে গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি, তারা এখন বড় বড় কথা বলছে। তাদেরকে দেখছি এলাকায় চাঁদাবাজি করতে, এলাকায় ত্রাস সৃষ্টি করতে। কিন্তু এই বাংলাদেশের ছাত্র-জনতা ঘোষণা দিতে চায় বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেয়া হবে না।

শনিবার (২৯ মার্চ) ভোলা জেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারবর্গ, ছাত্র-জনতা, শ্রমিক, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের জায়গা বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও গণবিরোধী দল, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দল এবং এ দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না।

নুসরাত

×