ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

এবার পঞ্চগড়ে বিএনপির ইফতার মাহফিলে সারজিস আলম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২৩:৫৫, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৫৮, ২৯ মার্চ ২০২৫

এবার পঞ্চগড়ে বিএনপির ইফতার মাহফিলে সারজিস আলম

পঞ্চগড়ে বিএনপির ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, "আমাদের মধ্যে রাজনৈতিক দলভেদে ভিন্নতা রয়েছে, সেই অনুযায়ী মতপার্থক্য থাকবেই। কিন্তু আমরা এমন এক নতুন প্রজন্মের বাংলাদেশে বসবাস করি, যেখানে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় রুখে দাঁড়ানো সম্ভব। আমাদের প্রতিটি কাজের আগে শেখ হাসিনার গত ১৬ বছরের শাসনামল, আমাদের ওপর হওয়া অত্যাচার-নির্যাতন এবং এসবের পরিণতি যেন আমরা সব সময় মনে রাখি। সেই সঙ্গে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন অটুট থাকে। যদি আমরা প্রতিযোগী না হয়ে একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠি, তাহলে এর ক্ষতি আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বরং সুন্দর ও ঐক্যবদ্ধভাবে চলতে পারলে আমরা বেশি সুফল পাব। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।"

শনিবার (২৯ মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন সারজিস আলম। ইফতার মাহফিলে বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি শামুসজ্জামান প্রমুখ।

এর আগে, ইফতার মাহফিল শুরুর আগে বাংলাদেশ জাসদের (আম্বিয়া-নাজমুল) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান সেখানে এসে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে চলে যান।

নুসরাত

×