
ছবি: সংগৃহীত
লালমনিরহাটে বিএনপির নেতাকর্মীদের বাধায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ। তবে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ স্মৃতি মঞ্চ’ এলাকায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত ম্যুরাল স্বাধীনতা ও বিজয় দিবসে ঢেকে দেওয়ার প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল বলে জানান রাসেল আহমেদ।
তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলন শুরুর আগেই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি পণ্ড করে দেয়। তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন দিক থেকে তাকে ফোনে চাপ দেওয়া হচ্ছিল এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগাযোগ করেছিলেন। তবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস রক্ষায় তিনি সংবাদ সম্মেলন করতে এসেছিলেন।
রাসেল আহমেদ বলেন, “স্বাধীনতা সংগ্রাম কেবল একজনের নয়; এটি লাখো শহীদ, বীর সেনানী ও বীরাঙ্গনার আত্মত্যাগের ফসল। এই ইতিহাসকে ঢেকে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
তবে এনসিপির অভিযোগ অস্বীকার করে লালমনিরহাট জেলা ছাত্রদলের এক নেতা বলেন, “ছাত্রলীগ ও জাতীয় পার্টির কিছু নেতাকর্মী রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছিল। আমরা তা প্রতিহত করেছি, কিন্তু হামলা বা ধাক্কাধাক্কির অভিযোগ সত্য নয়।”
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি নুর নবী জানান, “সেখানে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ভিডিও দেখুন: https://youtu.be/CxOWZ3wGxXw?si=ZGN3lb2gYQcYuVAE
এম.কে.