
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি ভারতের পক্ষেও নেই, পাকিস্তানের পক্ষেও নেই—তারা শুধু বাংলাদেশের স্বার্থে রাজনীতি করছে।
শনিবার এক বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “নতুন সরকার এসেছে। আমরা চাই, তারা দ্রুত সবকিছু গুছিয়ে নিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুক এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুক। কারণ, যদি নির্বাচন হয়, তবে বিএনপি বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হবে।”
তিনি আরও বলেন, “আমরা ১৫ বছর ধরে লড়াই করছি। আমাদের ভাই-বোনেরা, নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে দমন করার ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা তা হতে দেব না।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “বিদেশ থেকে কিছু মহল বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণের পাশে আছি, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের সঙ্গে সংযোগ রাখছি। আমাদের আন্দোলন মানুষের স্বার্থেই হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ভোটের অধিকার আবারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এবার আমরা প্রস্তুত। ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বিএনপি আবারও মাঠে নামবে এবং দাবি আদায় করবে।”
শেষে তিনি বলেন, “আমরা কারও পক্ষে নই, শুধু বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমানও স্পষ্ট জানিয়ে দিয়েছেন— সবার আগে বাংলাদেশ।”
ভিডিও দেখুন: https://youtu.be/Y_o1S9Rm5Lc?si=RfqXQPLzSLdmyoQe
এম.কে.