ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সমস্ত সংগ্রামই তো নির্বাচনের জন্য: মির্জা ফখরুল

প্রকাশিত: ২১:৩৪, ২৯ মার্চ ২০২৫

সমস্ত সংগ্রামই তো নির্বাচনের জন্য: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে-বিদেশে চলমান ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচন-নির্বাচনই তো করবো, সমস্ত সংগ্রামই তো নির্বাচনের জন্য।”

শনিবার (২৯ মার্চ) রাজধানীর বাড্ডায় মহানগর বিএনপির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, “আমাদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে। আপনাদেরকে আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। কিন্তু আমরা সেটা হতে দেব না, খুব পরিষ্কার কথা।”

তিনি আরও বলেন, “সব ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবই করব, ইনশাল্লাহ।”

বিএনপির মহাসচিব বলেন, “আমরা এখনও বলছি, আমরা এখনও রাস্তায় নামি না। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াচ্ছি।”

তবে তিনি সতর্ক করে বলেন, “কিন্তু জনগণের স্বার্থে কোনও বিঘ্ন সৃষ্টি হলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করতে জানে।”

আশিক

×