ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগের লোকেদের বক্তব্য, দিল্লির বক্তব্য, বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে

প্রকাশিত: ২১:১৩, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ২১:১৪, ২৯ মার্চ ২০২৫

আওয়ামী লীগের লোকেদের বক্তব্য, দিল্লির বক্তব্য, বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বিএনপি ও তাদের রাজনৈতিক কৌশল নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "বাংলাদেশের স্বার্থের জন্য আমাদের কিছু কথা বলতেই হচ্ছে। বিএনপি প্রতিটি সংস্কার উদ্যোগে বাধা প্রদান করছে। তারা রাষ্ট্রপতি অপসারণে বাধা দিয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে আন্দোলনকে এক ধরনের বাধায় পরিণত করেছে।"

তিনি আরও জানান, "ছাত্ররা যে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তার সাথে বিএনপির অবস্থান একেবারে বিপরীত। তারা বলছে নির্বাচনের মাধ্যমে সংস্কার হবে, কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া বুঝতে তাদের সমস্যা হচ্ছে। বিএনপির নেতারা এখনও বুঝতে পারছেন না যে, দিল্লির প্রভাব এবং তাদের রাজনৈতিক অবস্থান কেমন একটা ফাঁদ তৈরি করছে।"

এছাড়া, সারোয়ার তুষার বলেন, "দিল্লি এখন নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, যা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যদি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তবে তাদেরকে জনগণের উপর ভর করতে হবে, না যে কোনো পরাশক্তির উপর। বিএনপি তাদের রাজনৈতিক কৌশল নিয়ে যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে এই রাজনীতি আরও দীর্ঘস্থায়ী হবে না।"

তিনি আরও যোগ করেন, "বর্তমানে, ছাত্ররা গণপরিষদ নির্বাচনের কথা বলছে, কিন্তু বিএনপি কেন তাতে অংশ নিতে চাচ্ছে না? গণপরিষদে অংশগ্রহণ করলে তারা নতুন সংবিধান প্রণয়ন করতে পারবে, যা দেশকে গণতান্ত্রিকভাবে উন্নতি করতে সাহায্য করবে।"

এদিকে, সারোয়ার তুষার বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "প্রত্যেক রাজনৈতিক দলকে তাদের অবদান এবং দায়িত্বের প্রতি সদয় মনোভাব পোষণ করতে হবে। নির্বাচনের দাবির বাইরে আরও কিভাবে জনগণের কল্যাণে কাজ করেছে, তা তাদের ভাবতে হবে।"

তিনি অবশেষে বলেন, "যে আন্দোলন বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে, তার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইতিহাস ভুলে গিয়ে যদি আমরা রাজনীতি করি, তবে আমরা কেবলই চক্রব্যূহে আটকা পড়ব।"

এ বক্তব্যে সারোয়ার তুষার বিএনপি, ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক বাস্তবতার প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

আবীর

×