ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বস্তাভর্তি খাবার নিয়ে রমজানে ছুটছে ‘আমরা বিএনপি পরিবার’

প্রকাশিত: ২১:০৪, ২৯ মার্চ ২০২৫

বস্তাভর্তি খাবার নিয়ে রমজানে ছুটছে ‘আমরা বিএনপি পরিবার’

ছবি সংগৃহীত

পবিত্র রমজানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বস্তাভর্তি খাবার নিয়ে ছুটে যাচ্ছেন অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে। প্রতিদিন রাজধানীসহ বিভিন্ন এলাকায় নীরবে পৌঁছে দেওয়া হচ্ছে এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

সংগঠনটির কার্যক্রমের একটি ভিডিও ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। ভিডিওতে দেখা গেছে, তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে একদল স্বেচ্ছাসেবী রাতের আঁধারে ছুটে যাচ্ছেন অসহায় মানুষের পাশে। তারা কাউকে কিছু না জানিয়ে চুপচাপ খাবারের ব্যাগ রেখে আসছেন। তবে, যিনি খাবার পাচ্ছেন, তিনি বুঝতেই পারছেন না কে বা কারা এটি রেখে গেছেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান মনে করেন, রাজনীতি শুধু মিছিল-মিটিং নয়, বরং সেবামূলক কাজও জরুরি।”

তিনি আরও বলেন, “আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিদিন দুই-তিনটি টিমে ভাগ হয়ে দেশের বিভিন্ন এলাকায় খাবার ও অন্যান্য সহায়তা পৌঁছে দিচ্ছি। কোন উদ্যোগ আলোচিত হবে আর কোনটি সমালোচিত হবে, তা আমরা ভাবি না। আমরা কেবল মানুষের পাশে দাঁড়াতে চাই।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু খাবার নয়, অসহায়-দরিদ্রদের জন্য নতুন বাড়ি, নগদ অর্থ, চিকিৎসা সেবা এবং কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।

‘আমরা বিএনপি পরিবার’ মনে করে, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, বরং জনগণের জন্য কাজ করাও গুরুত্বপূর্ণ। তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি অসহায় মানুষের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

আশিক

×