
ছবি সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে শহীদ ডা. সজীবের অসুস্থ মাকে অক্সিজেন কন্সান্ট্রেটর ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা যায়, তায়রুন্নেসা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সজীব। সংসারের বড় সন্তান। ১৮ জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। মা ঝর্না বেগম দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে আক্রান্ত। বড় সন্তান ও ডাক্তার হিসেবে মায়ের দেখভাল তিনি করতেন। তার প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হলেও, ব্যবহৃত অক্সিজেন কনসেন্ট্রেটরটি নষ্ট হয়ে যায়।
খোঁজ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ছুটে যান তাদের নরসিংদীর বাড়িতে। তার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন তিনি। মায়ের হাতে তুলে দেন একটি অক্সিজেন কন্সান্ট্রেটর ও অন্যান্য উপহার সামগ্রী। পরবর্তীতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মাদ মাহমুদুর রহমান নোমান, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আহমেদ সামি আল আহসান, গাইনি অনকোলজিস্ট ডাঃ মির্জা আসাদুজ্জামান রতন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ আশিক চৌধুরী পিয়াস, ডাঃ মঞ্জুরুল ইসলাম ও অন্যান্যরা।
আশিক