
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম বলেছেন, "অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্ত হতে পেরেছি। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ঐক্য আরও দৃঢ় করতে হবে।"
শনিবার (২৯ মার্চ) বিকেলে হালুয়াঘাট পেশাজীবি পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হালুয়াঘাট পেশাজীবী পরিষদের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ খান, হালুয়াঘাট পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন প্রমুখ।