ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

রাষ্ট্র শক্তি দিয়ে জনগনের শক্তি দমন করা যায়না: উপদেষ্টা স্বপন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৫:৫০, ২৯ মার্চ ২০২৫

রাষ্ট্র শক্তি দিয়ে জনগনের শক্তি দমন করা যায়না: উপদেষ্টা স্বপন

ছবি: দৈনিক জনকণ্ঠ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, এই দেশ জনগনের, দেশের মালিক হচ্ছেন এই দেশের নাগরিকরা। বিভিন্ন সময় ক্ষমতাসীন গোষ্ঠি জনগনকে পাশ কাটিয়ে জোরকরে ক্ষমতাকে আকড়ে ধরার চেষ্টা করেছে। কিন্তু জনগণ তাদের শক্তি দিয়ে বার বার প্রমান করেছে কোন রাষ্ট্র শক্তি দিয়ে জনগনের শক্তিকে দমন করা যায়না।  

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে “অবাধ জাতীয় নির্বাচনের জন্য ফ্যাসিবাদমুক্ত ও পেশাদারী প্রশাসন তথা রাষ্ট্র অপরিহার্য শর্ত” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, গত ৫ আগস্ট গণঅভ্যূত্থানের পূর্বে শেখ হাসিনা দেশের সকল বাহিনীগুলোকে ব্যবহার করেছে। 

বাহিনীগুলোকে ব্যবহার করে ছাত্র-জনতাকে হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। একমাত্র দেশ প্রেমিক সেনাবাহিনী ব্যতিত আর সকল বাহিনীকে হাসিনা হত্যাকান্ডে ব্যবহার করেছে। 

আমরা দেখেছি প্রশাসনের একটি অংশ খুনি হাসিনাকে অবৈধ ভোটে নির্বাচিত করেছে। এরইমধ্যে আমরা তালিকা করেছি এই তিনটি নির্বাচনে বিতর্কিত ডিসি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কারা ছিলো। আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচিত হতে পারলে সেইসব কর্মকর্তাদের ৫ আগস্টে হত্যার সহযোগি হিসেবে চিহ্নিত করা হবে। 


গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান স্বপনসহ অন্যান্যরা। 

আলোচনা সভায় বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

শিহাব

×