
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দালের সভাপতি এস এম পবিত্র আল এবাদত বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। গণতন্ত্রকে বাচিয়ে রাখতেই অবাধ সুষ্ঠ নির্বাচন প্রয়োজন। নির্বাচন জনমুখী করতে তার কার্যকারিতার সুফল জনগনই ভোগ করবে। অচিরেই জনগন নির্বাচন চায়। জনগনের স্বপ্ন-আশা-আকাঙ্খাকে বাস্তবায়ন করতে, তার কাঙ্খিত প্রতিফলন ঘটাতেই নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধি ছাড়া কোন টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধিত্ব নির্বাচন একই সূত্রের গণিত।
শুক্রবার (২৮মার্চ) বিকেলে নয়া-পল্টনে নিজেদের কেন্দ্রীয় অফিসে আয়োজিত একটি আলোচনা সভায় এই মন্তব্য করেন দলটির সভাপতি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সিলেট জেলার সাধারণ সম্পাদকনুরম্নল ইসলাম চঞ্চল, মহানগর সভাপতি- শামীম আহমেদ, সাধারণ সম্পাদক- মিজানুর রহমান ভূঞা, সিলেট বিভাগীয় সভাপতি- শামসুল আলম, যাত্রাবাড়ী থানার সভাপতি- শেখ আলী, সাধারণ সম্পাদক- মোঃ বকুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক- মোঃ ইয়াছিন।
ফারুক