ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগের বংশের বাতি জ্বালানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না: রেজাউল করিম রনি

প্রকাশিত: ০৯:২৬, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ০৯:৩০, ২৯ মার্চ ২০২৫

আওয়ামী লীগের বংশের বাতি জ্বালানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না: রেজাউল করিম রনি

ছবি : সংগৃহীত

কবি ও চিন্তক রেজাউল করিম রনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে আওয়ামী লীগের রাজনৈতিক মডেল নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার মতে, "আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনীতি ছিল না, ছিল শুধু ক্ষমতার মোহ। এই কারণেই তারা এখন ক্ষমতা হারাচ্ছে। তাদের বংশের পরবর্তী প্রজন্মে যোগ্য নেতৃত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।"


রনি নির্বাচন প্রক্রিয়াকে 'নকল উৎসব' হিসেবে আখ্যায়িত করে বলেন, "উচ্চমুখর নির্বাচনে নকলের মাধ্যমে আওয়ামী লীগ সবচেয়ে এগিয়ে ছিল। তারা ভোটারবিহীন নির্বাচনকে উৎসবে পরিণত করেছে। শিল্পী-তারকাদের ভাড়া করে এই নাটক সৃষ্টি করা হয়েছে। ৫৪ বছর পর আমরা এমন নাগরিকভিত্তিক রাষ্ট্র চাই, যেখানে ভোট হবে গোপন ও গুরুত্বপূর্ণ আমানতের মতো।"


তিনি সতর্ক করে দিয়ে বলেন, "কৃত্রিম জনজাগরণ ও ফ্যানাটিক পপুলিজম বিপজ্জনক। এটা থেকে লিবারেল ফ্যাসিজমের জন্ম হতে পারে। নির্বাচন সৈরতন্ত্রে রূপ নিতে পারে। ভোট হচ্ছে কিন্তু এর সার্বভৌমত্ব ক্ষুণ্ন হচ্ছে।" রনির মতে, "আমাদের ট্রাইবাল পলিটিক্স থেকে বেরিয়ে নাগরিকভিত্তিক রাজনীতির দিকে যেতে হবে। বর্তমান ব্যবস্থায় দলগুলো মনে করে তারা রাষ্ট্রের মালিক। আমার প্রস্তাব হলো এমন রাজনীতি যেখানে দল ক্ষমতায় না গেলেও নাগরিকের অধিকার অক্ষুণ্ন থাকবে। রাষ্ট্র নাগরিকের কাছে জবাবদিহি করবে।"


তিনি জিয়াউর রহমানের ভূমিকার প্রশংসা করে বলেন, "১৯৭১ এবং ১৯৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিহার্য। তিনি দেখিয়েছেন কিভাবে দল গঠন করতে হয়। বর্তমান সময়েও আমাদেরকে নিচ থেকে রাজনীতি গড়ে তুলতে হবে।"


রনি জোর দিয়ে বলেন, "আমাদের প্রথমে সমাজ ঠিক করতে হবে। আমাদের সমাজে শিশু ও নারীর প্রতি সহিংসতা দেখে বোঝা যায় এখানে রাজনীতির প্রকৃত বিকাশ হয়নি। রাজনীতি হলো নৈতিক চর্চা, যা প্রতিদিনের জীবনে প্রতিফলিত হওয়া উচিত।" তিনি বলেন, "আমরা এখন দ্বিদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় প্রবেশ করছি। এই পরিবর্তনের সময়ে আমাদেরকে রাজনৈতিক শূন্যতা পূরণে সহযোগিতা করতে হবে। প্রতিযোগিতা হওয়া উচিত সেবার, না যে কে কত বড় গাড়ি চালাতে পারে।"

 

সূত্র: https://youtu.be/flT8I9CdgCg?si=a8t6WoqZt_Kek7kO

আঁখি

×