
ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে পুরনো আচরণ ও সংস্কৃতি বজায় থাকে, তবে জনগণ এই পরিবর্তনকে গ্রহণ করবে না। তিনি উল্লেখ করেন, "যদি আমি দেখতে পাই, যে একই ধরনের রাজনীতি, একই ধরনের সমালোচনা, এবং একই ধরনের খাতার ভেতর আবার আমরা পড়ে যাই, তখন জনগণ আমাকে কী বলবে? আমি তো জানি, যেসব নতুন রাজনৈতিক নেতৃত্ব রাজনীতিতে আসছে, তাদের অনেকের বয়স আমার মেয়ে বা আরও ছোট।"
রিপন বলেন, "এরা যখন ব্যর্থ হবে রাজনীতিতে, তখন জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, যা ভালো সংকেত নয়।" তিনি আরও বলেন, "অনেক সময় টকশোতে গিয়েছিলাম, সেখানে আমাকে স্নেহশীলা বলত। তবে আমার কাছে প্রশ্ন থাকে, 'এই পাঞ্জাবি, দামি ঘড়ি, দামি গাড়ি—এগুলোই কি রাজনীতির সফলতার মানদণ্ড?' জনগণ এসব নিতে পারে না।"
তিনি বলেন, "রাজনীতি মানুষের জন্য হওয়া উচিত। মানুষের জীবন, তাদের আচরণ, তাদের সাধারণ জীবনধারা যদি পাল্টে যায়, তখন জনগণ প্রশ্ন করবে। এমনকি আমার পারিবারিক জীবন ও আচরণ যদি পরিবর্তিত হয়, তাহলে জনগণ আমাকে প্রশ্ন করতে শুরু করবে।"
রিপন আরও বলেন, "নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললে, জনগণ কেবল নতুন কিছু শুনতে চায় না; তারা কার্যকর পরিবর্তন দেখতে চায়। যদি হেলিকপ্টারে যাওয়ার মতো কোনো আচার-ব্যবহার থাকে, তাহলে জনগণ কেন এটি গ্রহণ করবে?"
তিনি সমালোচনা করে বলেন, "রাজনৈতিক নেতাদের এই পরিবর্তনগুলো যদি সত্যিই জনগণের চাহিদা পূরণ না করতে পারে, তবে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জনগণ চায় কার্যকর পরিবর্তন, কিন্তু এখনও তারা তেমন কিছু দেখতে পাচ্ছে না।"
এদিকে, তিনি উল্লেখ করেন, "আমরা যদি আসল পরিবর্তন নিয়ে আসতে না পারি, তবে জনগণ কখনই আমাদের সমর্থন করবে না।"
আঁখি