
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, শুক্রবার সিরাজগঞ্জ শহরের বিজয় চত্বরে দলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন। এ সময় তিনি বলেন, "গত ১৫ বছরে সংঘটিত অন্যায়, নিপীড়ন এবং হত্যাকাণ্ডের বিচার না হলে আগামীতে বিচার কার্যক্রম কতটুকু চলমান থাকবে, তা নিয়ে নিশ্চিত হওয়া কঠিন।"
তিনি আরো বলেন, "যদি বিচার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে পরবর্তী সময়ে বিচার কাজ চলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে, ২০১৫ সালের জুলাই অভ্যুত্থানসহ গত ১৫ বছরে যেসব নৃশংসতা এবং হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর বিচার হওয়া জরুরি।"
নাহিদ ইসলাম দাবি করেন, "এছাড়া, আমরা গণপরিষদ নির্বাচন ও বিচারিক সংস্কারের পক্ষে। এসব সংস্কার না হলে দেশের বিচার ব্যবস্থার ভবিষ্যত নিয়ে সংশয় সৃষ্টি হতে পারে।"
সূত্র :https://youtu.be/kFzlBXpcdqw?si=GZUsRy8E1ynjAms8
আঁখি