
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে দেশের আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, শুধুমাত্র ৯৯৯ এ কল করলে সমস্যার সমাধান হবে—এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন এক মাস আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে, তবে এর মানে এই নয় যে, সব কিছু ঠিক হয়ে গেছে।"
তিনি আরো বলেন, "এটা আসলে মুদ্রার দুটি পিঠের মতো—একদিক থেকে অনেকেই মনে করেন যে পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে এবং কোনো সমস্যা নেই, আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে, দেশ একদম জাহান্নামে পরিণত হয়েছে। আমার মতে, আমাদের প্রতিদিনের জীবনে এই বিষয়গুলো বাস্তবভাবে বিচার করা উচিত।"
সাইয়েদ আবদুল্লাহ মনে করেন যে, ফেব্রুয়ারি মাসের অবস্থা থেকে এখন অনেকটাই উন্নতি হয়েছে, তবে কিছু সংকট এখনও রয়ে গেছে। "ঢাকা অনেকদিন পর এত বড় ছুটি পাচ্ছে, আর এই পরিস্থিতি অনেকগুলো দিন ধরে থাকবে, তা মনে হয় না," তিনি উল্লেখ করেন।
তিনি গুলশান এবং ধানমন্ডির সাম্প্রতিক কিছু ঘটনাও উল্লেখ করেন, যেখানে পুলিশের উপস্থিতি সত্ত্বেও কিছু ঘটনা ঘটেছে। "গুলশানে একসময় টিভি ক্যামেরা, পুলিশ এবং আর্মির ভ্যান ছিল, তারপরও একটি মব পুরো বাড়িতে ঢুকে পড়ে। যদিও তাদের বিরুদ্ধে পরে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তবে কোনো তাত্ক্ষণিক অ্যাকশন দেখা যায়নি," বলেন তিনি। একইভাবে, ধানমন্ডির ঘটনায় র্যাব সিল সাপোর্ট নিয়ে ঢুকেছিল এবং কিছু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রকে আটক করা হয়েছিল, যা তিনি খুবই দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, "মবিলাইজেশন এবং আইন-শৃঙ্খলার বিষয়টি শুধু তাত্ত্বিকভাবে বিচার করলে চলবে না। বরং বাস্তবে কীভাবে সিকিউর ফিল করা হচ্ছে, এবং যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে—এটা খুব গুরুত্বপূর্ণ।"
সর্বশেষ তিনি বলেন, "কোন একটা ঘটনা ঘটার পরে কেউ আস্তে করে বলল এই, ও তো সৈরাচারের দোষর ছিল তখন দেখবেন ঠিক ওই অপরাধটাকেই জাস্টিফাই করার মত আরো অনেক লোক দাঁড়িয়ে যাবে।
আঁখি