ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মানুষ কিন্তু জানে, কারা পাতি মাস্তানি করে টাকা খায়: সারজিস আলম

প্রকাশিত: ০২:৫০, ২৯ মার্চ ২০২৫

মানুষ কিন্তু জানে, কারা পাতি মাস্তানি করে টাকা খায়: সারজিস আলম

ছবিঃ সংগৃহীত

মানুষ কিন্তু জানে, কারা পাতি মাস্তানি করে টাকা খায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সারজিস বলেন, দিন শেষে মানুষ কিন্তু পেছনে জানে যে কারা এরকম পাতি মাস্তানি করে, কারা এরকম বিভিন্ন নেতার তোষামোদি করে দুই চার পাঁচশ টাকা খেয়ে মানুষকে ডিস্টার্ব করে বেড়ায়। এটা মানুষ জানে পেছনে বলে তো এ জন্য এই যুগ আসলে চলে গেছে। আর স্পেশালি আমাদের এই উত্তরের মানুষদের এক্ষেত্রে আরও উদার হতে হবে। আমরা যেন একসাথে কাজ করে এলাকাকে এগিয়ে নিয়ে যেতে পারি।

সারজিস আরো বলেন, এখন আমরা মানুষের জন্য কাজ করি তাহলে মানুষই আমাদেরকে আমরা যদি কোনো একটা বড় রাজনৈতিক পদে যেতে চাই, প্রতিনিধি হতে চাই, মানুষ ভোট দিয়ে সেটা আমাদের সেটা নির্বাচন করবে। সো মানুষই আসলে আমাদের সবচেয়ে বড় ম্যান্ডেট এজন্য আমরা মানুষের জন্য কাজ করব। এটার জন্য যে অফিসে যাওয়ার প্রয়োজন, যেইখানে দৌড়ানো প্রয়োজন আমরা দৌড়াব।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/18m7cuPWhF/

রিফাত

আরো পড়ুন  

×