
ছবি: সংগৃহীত।
বর্তমান সংবিধানে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পান উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে দলের আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ২৪ জুলাই কোনো অভ্যুত্থানের গণহত্যার বিচার এখন বাংলাদেশের মানুষের সব থেকে কাঙ্ক্ষিত বিষয়। যদি গণহত্যার বিচার না হয়, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী চক্র গুম, খুন, হত্যাসহ নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করে যাবে।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, বাংলাদেশকে যদি মেরামত করতে হয় তাহলে অবশ্যই ২৪-এর জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশে যে সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, এ সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এ সংবিধানের এক তৃতীয়াংশ আছে তা কেউ সংশোধন করতে পারবে না। এ ধরনের বিধান এ সংবিধানে যুক্ত করা হয়েছে।
নুসরাত