
ছবি: সংগৃহীত।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বক্তব্য পেন্ডুলামের মতো দুলছে, তৈরি হচ্ছে ধোঁয়াশা। তিনি বলেন, কখনো বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে, কখনো মার্চে, আবার কখনো জুনে। এ ধরনের অস্পষ্ট বক্তব্য না দিয়ে জাতিকে একটি নির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা জরুরি।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশাভ্যান ও অটোচালকদের মধ্যে ঈদ উপহার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজভী বলেন, আন্দোলন শুধু নির্বাচনের জন্য হয়নি, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না করায় এটি হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়েছেন। ব্যাপক আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হলেও আন্দোলনকারী দলগুলোর সমর্থন পেয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনকারী দলগুলো নির্দিষ্ট সময়ে নির্বাচন চাইলেও সরকার একেক সময় একেক কথা বলছে। কখনো ডিসেম্বর, কখনো মার্চ, কখনো জুনের কথা শোনা যাচ্ছে। সরকারের এই দোদুল্যমান অবস্থান জাতিকে অনিশ্চয়তার মধ্যে রাখছে।
ঈদের আগে শ্রমিকদের দুর্ভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনো ১২২টি পোশাক কারখানার শ্রমিকরা বেতন পাননি, যা বড় প্রশ্নের জন্ম দেয়। সরকারকে এটি গুরুত্বসহকারে দেখতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সায়মা ইসলাম