
বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলো। তিনি এসব কথা বলেন গতকাল (২৮ মার্চ) জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে এক সম্মেলনে।
গোলাম পরওয়ার বলেন, "বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এই ১৮ বছরে শেখ হাসিনা হাজারো আলেমকে নির্যাতন করেছে এবং হত্যা করেছে। তাঁর হাতে ধর্মীয় মূল্যবোধ নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতার সার্বভৌমত্ব তো তিনি একেবারে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন।"
তিনি বলেন, "এদেশের স্বাধীনতা ভরেতের কাছে নিরাপদ নয়। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থে দেশটি সাহায্য করেছে। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের ১৬ ডিসেম্বরের বিজয়, এটা বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষের বিজয় ছিল। অথচ মোদি ১৬ ডিসেম্বরকে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে, টুইটারে করেছে, সেটা বাংলাদেশের বিজয় বলেনি। তিনি বলেছেন, ‘দিস ইজ ইন্ডিয়ার ভিক্টরি’। এটি হচ্ছে ভারতের বিজয়।"
গোলাম পরওয়ার মন্তব্য করেন, "যে শেখ মুজিব সারাজীবন গণতন্ত্রের কথা বলে সংগ্রাম করেছেন, সেই শেখ মুজিবই ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্রের জন্ম দিয়ে গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে দিলেন। ফলে হাসিনার যেমন ক্ষমতাকে নামানোর কোন গণতান্ত্রিক পথ নেই, শেখ মুজিবেরও ক্ষমতা থেকে নামার জন্য গণতান্ত্রিক কোন পথ ছিল না, বলে ১৫ই আগস্ট ধপাস করে তাকে পড়ে যেতে হয়েছে। তাকে কেউ রক্ষা করতে পারে না।"
তিনি আরও বলেন, "এই শেখ হাসিনা, তার বোন রেহানা, আর তার মেয়ে টিউলিপ ব্রিটেনের একজন প্রতিমন্ত্রী। মা, খালা, আর ভাগ্নি, আর ছেলে জয় সিন্ডিকেট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। অথচ তারা যতদিন ক্ষমতায় ছিল, মনে হচ্ছিল যে ফেরেশতা।"
সূত্র:https://tinyurl.com/yy5v2k5v
আফরোজা