
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "অনেক ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হতে পেরেছি। কিন্তু এখনো গণতন্ত্র ফিরে পাইনি, সুষ্ঠু নির্বাচনও পাইনি। নির্বাচন নিশ্চিত করতে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নিতে হবে।"
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নিজের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, "জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ঐক্য আরও দৃঢ় করতে হবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় পর্যবেক্ষণ টিমের টিম প্রধান মফিদুল আলম খান, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম ও সদস্য সচিব কামরুজ্জামান প্রমুখ।
আসিফ