
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার চার হাজার দরিদ্র ও অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ি কবির আহমেদ ভূঁইয়া।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার (২৮ মার্চ) বিকেল থেকে এসব পোশাক উপহার দেওয়া শুরু হয়। এর আগে কবির আহমেদ ভূঁইয়ার সদর উপজেলার বরিশলের বাড়িতে এসব ঈদ উপহার বিতরণের জন্য নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান আখাউড়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এক খুদে বার্তায় বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় এলাকার কসবা ও আখাউড়া উপজেলার চার হাজার ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে। উপহারের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস। তিনি আরো জানান, বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হচ্ছে।
আসিফ