
ছবি: সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের কাছ থেকে ঈদ উপলক্ষে উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
আজ ২৮ মার্চ, শুক্রবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি সংগঠনের কেন্দ্রীয় সভাপতির এই উপহার পাওয়ার অনুভূতি প্রকাশ করেন।
তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার মা-বাবার জন্য ঈদ কার্ড উপহার দিলেন। ছাত্রসংগঠনের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল হয়েও আমাদের মা-বাবার কথা মনে রেখেছেন। ঈদের আমেজ ছড়িয়ে যাক শহর-বন্দর-পল্লীতে। শিশু-কিশোর-বৃদ্ধ সবার মুখে লেগে থাকুক শাওয়াল মাসের প্রথম চাঁদের হাসি।"
তার এই স্ট্যাটাস সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে শুভেচ্ছা জানিয়ে তাদের আবেগ প্রকাশ করেছেন।
নুসরাত