ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার: তাসনিম জারা

প্রকাশিত: ২২:০৩, ২৮ মার্চ ২০২৫

এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার: তাসনিম জারা

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কারের প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দেওয়া বিএনপির মতামত পর্যালোচনায় দেখা গেছে, দলটি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয়। পাঁচ সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত ৭০টি পরিবর্তনের মধ্যে বিএনপি ১১টিতে সরাসরি একমত হয়েছে এবং তিনটিতে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। এছাড়া, ছয়টি সুপারিশের সঙ্গে তারা আংশিক একমত। দলটি যে ২০টি প্রস্তাবকে পুরোপুরি বা আংশিকভাবে সমর্থন দিয়েছে, সেগুলো আগামী সংসদে বাস্তবায়নের পক্ষে রয়েছে।

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে। তবে বিএনপি এই প্রস্তাবে সম্মতি দেয়নি। একইভাবে, কমিশন কর্তৃক প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষে অবস্থান নেয়নি দলটি। বরং, আইনের মাধ্যমে নির্বাচন কমিশন, কর্ম কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার পক্ষে মত দিয়েছে, যা কার্যত প্রধানমন্ত্রীর হাতে নিয়োগের ক্ষমতা বহাল রাখবে।

এছাড়া, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, কেউ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। তাদের মতে, কেউ টানা তিনবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে পুনরায় এই পদে আসতে পারবেন। একইভাবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ চার বছর করার সুপারিশেও একমত হয়নি দলটি। তারা সরকারের মেয়াদ পাঁচ বছরই বহাল রাখতে চায়।

এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, "এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার। ✊"

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। মুক্তা হাসান নামে একজন কমেন্ট করেছেন, "পরিবার তন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।"

মাহমুদুল হক জালীস লিখেছেন, "পরিবারতান্ত্রিক রাজনীতির কবর রচনা হয়েছে ২৪-এর ফ্যাসিস্ট বিদায়ের মাধ্যমে।"

নকিবুল ইসলাম সুমন মন্তব্য করেছেন, "সংস্কারের নামে মুক্তিযুদ্ধকে যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হবে, মুক্তিযুদ্ধ ততবেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে।"

এম.কে.

আরো পড়ুন  

×