ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয়: ইশরাক

প্রকাশিত: ২১:৩৬, ২৮ মার্চ ২০২৫

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয়: ইশরাক

"গণ-অভ্যুত্থানের কৃতিত্ব যদি নিতে হয়, সবাইকে ভাগাভাগি করে নিতে হবে, কেউ একজন এটার দাবিদার হতে পারে না,"এসব কথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি আজ পিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকসা ভ্যান অটো চালক দলের মিটিংয়ে এই মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, "অটো রিক্সা চালক, ভ্যানচালক যারা ভাইয়েরা রয়েছেন, তারা বিগত আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আমরা শুধু একটা জায়গায় আমাদের যে ফোকাসটা রাখি, মানুষ শ্রমজীবী মানুষ, রিক্সাচালক, ভ্যানচালক, এখানে মাদ্রাসার ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহিলা, শিশু-সবাই মিলে কিন্তু জীবন দিয়েছে। এবং ঘটিয়েছে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করে।"

তিনি আরো বলেন, "এখানে কৃতিত্ব যদি নিতে হয়, সবাইকে ভাগাভাগি করে নিতে হবে, কেউ একজন এটার দাবিদার হতে পারে না।"

এ সময় তিনি যোগ করেন, "তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের যে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতায় আমাদের নেতা দেশনায়ক জনাব তারেকের পক্ষ থেকে একটি ছোট ঈদ উপহার অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি, এটা করতে পেরে এবং আমাকে এখানে আজকে সুযোগ দিয়েছেন।"

ইশরাক হোসেন বলেন, "এই অনুষ্ঠানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, রাজপথে লড়াকু সৈনিক যিনি দুর্দিনে আমাদেরকে আশার আলো দেখিয়েছেন। আমাদেরকে পরিচালনা করেছেন, সেটা আমি নিজে সাক্ষী। একাধিকবার যখন খুনি হাসিনা আমাদের উপরে একেবারে ক্র্যাকডাউন চালানো হয়, তখন উনি আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করে আমাদেরকে অনুপ্রেরণা জোগিয়েছেন। আমাদেরকে উৎসাহ উদ্দীপনা যুগিয়েছেন। আমরা সেখান থেকে, আমরা আন্দোলন যার যার অবস্থান থেকে উনার নির্দেশনায় আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করেছি। তাই আমরা উনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। বাংলাদেশের জনগণের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে তাদের যে ভূমিকাটা।"

আফরোজা

আরো পড়ুন  

×