
ছবি: সংগৃহীত
গতকাল (২৭ মার্চ) ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।
নির্বাচন কমিশনের গেজেটকে চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ ইশরাক হোসেন নিজেই বাদী হয়ে মামলা করেছিলেন।
এ প্রসঙ্গে ইশরাক বলেন, 'অনেকে হয়তো মনে করছে ৫ আগস্টের পর এই মামলাটি দায়ের হয়েছে। আপনাদেরকে বলতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই ৩০ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল।'
আজ শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসে দেওয়া বক্তব্যে একটি মহল আদালতের রায় নিয়ে বিতর্ক তৈরি করছে বলে দাবি করেছেন ইশরাক।
তিনি আরও বলেন, 'পাঁচ বছর আইনি লড়াইয়ের পর আমার পক্ষে রায় পেয়েছি এবং ন্যায়বিচার পেয়েছি। এখানে একটি কথা বলতে হয় যে, কেউ কেউ বা একটি মহল হয়তোবা তাদের বোঝার কমতির জন্যে এই বিষয়ে যে মতামত দিচ্ছে, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় কিছু তথ্যের ঘাটতি রয়েছে।'
পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইন বিধান থাকলেও বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় বলে জানান ইশরাক। এছাড়া, আইনি লড়াই সম্পন্ন করার জন্য শুরু থেকেই তিনি চেষ্টা করে গেছেন বলে উল্লেখ করেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=hXCDFImcUpg
রাকিব