ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

তারেক জিয়ার নির্দেশে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে আছি: চৌধুরী নায়াব ইউসুফ

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৭:৫৫, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৫৫, ২৮ মার্চ ২০২৫

তারেক জিয়ার নির্দেশে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে আছি:  চৌধুরী নায়াব ইউসুফ

ছবি: সংগৃহীত

কেউ না খেয়ে থাকবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে আছি, থাকবো। আপনাদের যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

শুক্রবার দুপুরে ফরিদপুর পৌরসভার কমলাপুরে তেতুল তলা এলাকায় ফাতেমা জিন্নাত বিশ্বাস ফাউন্ডেশন আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিরতণকালে এসব কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণের সঞ্চালনায় ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে স্থানীয় সাড়ে ছয়শত মানুষের মধ্যে খাদ্য হিসেবে চাল ও পরিধেয় বস্ত্র শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।

আবীর

আরো পড়ুন  

×