
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বৈধতা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে। তিনি বলেন, "দলীয় সিদ্ধান্ত কী হবে, তা আগামীকাল বা দুই-এক দিনের মধ্যেই আমরা বুঝতে পারব। সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, যা এখনই আগাম বলা সম্ভব নয়।"
তিনি আরও বলেন, "সবচেয়ে বড় বিষয় হলো, ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। ইশরাক হোসেন নিজে বাদী হয়ে আদালতে রিট করেছিলেন এবং সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতেই রায় এসেছে।"
বিএনপির অবস্থান ও রাজনীতি
নিপুণ রায় বলেন, 'বিএনপি তো ক্ষমতায় নেই। বিএনপি রাজপথে আছে, জনতার অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি অতীতের মত এখনো রাজপথে থেকে দায়িত্ব পালন করেছে, আর এখনো রাজপথে জনগণের স্বার্থেই লড়াই করছে।"
তিনি আরও বলেন, "এই রায়ের বিষয়টি নিয়ে যে প্রতিক্রিয়া দেওয়া হবে, তা অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে দেওয়া উচিত। কারণ, ক্ষমতা যার আদালতের সিদ্ধান্ত তার- এই প্রাসঙ্গিক বক্তব্য দেয়া দায়িত্তশীলতার পরিচয় দেয়না।
নিপুণ রায়ের বক্তব্য ইঙ্গিত দেয় যে, বিএনপি বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করছে এবং এ নিয়ে দলীয় সিদ্ধান্ত শিগগিরই আসবে।
কানন