ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মূল কম্পিটিশনে গেলে ছাত্ররা আগের মতো সুবিধা পাবে না: ড. এ কে এম মতিনুর রহমান

প্রকাশিত: ১১:২২, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১১:২৪, ২৮ মার্চ ২০২৫

মূল কম্পিটিশনে গেলে ছাত্ররা আগের মতো সুবিধা পাবে না: ড. এ কে এম মতিনুর রহমান

ছবি: সংগৃহীত

যে সুযোগ সুবিধা তারা এখন পাচ্ছে, মূল কম্পিটিশনে গেলে তারা তা পাবে না। ইসলামি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনের যে রাজনৈতিক দল আসছে তারা সবাই তরুণ। আমাদের দেশে তরুণরা রাজনীতি করে মূল দলের রাজনৈতিক ছত্রছায়ায়- জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

তিনি আরো বলেন , তারা মাদার অর্গানাইজেশনের চিন্তাকে তারা লালিত করে। তারা যে খুব ফ্রিডম পায় এমন দাবি করলেও আমরা দেখতে পাই তারা খুব ফ্রিডম পায়না। তবে এখন যারা রাজনীতিতে আসছেন, তাদের কোনো মাদার নাই। তারা কীভাবে নিজেদেরকে উপস্থাপন করে সেটা এখন দেখার বিষয়। তাদের একটি সাফল্য আছে। আবার তারা যখন রাজনীতি করে নির্বাচন করতে চাইবে তখন তাদের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। যেমন: বিভিন্ন সময় সভা সমাবেশের এতো অর্থ তারা কোথায় থেকে পাচ্ছেন। এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না।

তারা যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে, কম্পিটিশনে গেলে তারা তা পাবে না। তারা যেমন বিএনপিকে প্রশ্ন করবে, আওয়ামী লীগেকেও প্রশ্ন করবে তেমনই তাদেরকেও কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে।

সূত্র: https://youtu.be/voJUjkgynMw?si=7G0c3Mw7UwuQNHIq

মায়মুনা

×